ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ইউরোপে সামরিক শক্তি বাড়ানোর ঘোষণা বাইডেনের 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, জুন ২৯, ২০২২
ইউরোপে সামরিক শক্তি বাড়ানোর ঘোষণা বাইডেনের  মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

ইউরোপজুড়ে সামরিক জোট নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের (ন্যাটো) সামরিক শক্তি আরো বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার (২৯ জুন) স্পেনের রাজধানী মাদ্রিদে ন্যাটোর সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

 

বাইডেন বলেন, ন্যাটো জোটের এখন আরো বেশি শক্তি প্রয়োজন তবে আগে এত দরকার ছিল না। স্থল, আকাশ এবং সমুদ্র-সব দিক দিয়ে ন্যাটোকে শক্তিশালী করা হবে ।  

ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গের সঙ্গে বৈঠকে বাইডেন সামরিক শক্তি বাড়ানোর পরিকল্পনার কথা জানান।  

বাইডেনের পরিকল্পনা: 

* স্পেনের রোটাতে মার্কিন নৌ-বিধ্বংসী বিমানের বহরকে চারটি থেকে ছয়টিতে বৃদ্ধি করা।

* ৫ম আর্মি কর্পসের জন্য পোল্যান্ডে একটি স্থায়ী সদর দপ্তর ।  

* রোমানিয়ায় অতিরিক্ত ৫ হাজার সেনা মোতায়েন করা হবে। যারা পালাক্রমে দায়িত্ব পালন করবে।  

* বাল্টিক দেশগুলোতে সেনা বাড়ানো।

* ব্রিটেনে এফ-৩৫ স্টিলথ প্লেনের দুটি অতিরিক্ত স্কোয়াড্রন।

* জার্মানি এবং ইতালিতে অতিরিক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য সামরিক সক্ষমতা বাড়ানো।  
 
এ সময় বাইডেন বলেন, পুতিন ইউরোপে শান্তি ভেঙে দিয়েছেন । সে মার্কিন যুক্তরাষ্ট্র এবং আমাদের মিত্রদের আক্রমণ করেছেন। এর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে যাচ্ছি।  

এরইমধ্যে পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে ফিনল্যান্ড এবং সুইডেনের সদস্যপদের আবেদনে সমর্থন দিতে রাজি হয়েছে তুরস্ক। ন্যাটোর ঐক্যের কথা জানিয়ে বাইডেন বলেন, ইউক্রেন ইস্যুতে পুতিনের কৌশল রাশিয়াকে উল্টো বিপদে ফেলেছে।  

বৈঠকে স্টলেনবার্গ বলেন, পুতিন যা আশা করেছিলেন ন্যাটোর সম্প্রসারণ তার বিপরীত ।  

বাংলাদেশ সময়:১৫৫১ ঘণ্টা, ২৯জুন, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad