ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর ওডেসায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এ ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন।
শুক্রবার (১ জুলাই) ভোরের দিকে এ হামলার ঘটনা ঘটে। দেশটির আঞ্চলিক এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
খবরে বলা হয়, কৃষ্ণ সাগরের কৌশলগত ফাঁড়ি স্ন্যাক আইল্যান্ড থেকে রুশ সেনাদের প্রত্যাহার করার একদিন পরই এ হামলা চালানো হলো। ইউক্রেনের দাবি করছে, তাদের সেখান থেকে বিতাড়িত করা হয়েছে।
রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ৯ তলা ভবন ধ্বসে ৪৭ জন হতাহত হয়েছেন। যার মধ্যে ১৭ জন নিহত।
স্নেক আইল্যান্ড থেকে সেনা প্রত্যাহারের কারণও জানিয়েছে মস্কো। এক বিবৃতিতে সেনা প্রত্যাহারের বিষয়টি একটি শুভেচ্ছাসূচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে মস্কোর কর্মকর্তারা। এর মাধ্যমে তারা বলতে চাইছে, ইউক্রেন থেকে কৃষিপণ্য পরিবহনে রাশিয়া যে বাধা সৃষ্টি করছে, এমন অভিযোগ মিথ্যা।
বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, ০১ জুলাই, ২০২২
এমজে