দক্ষিণ চীন সাগরে থেকে ১২ মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, সম্প্রতি টাইফুনের কবলে পড়ে দ্বিখণ্ডিতে হয়ে ডুবে যাওয়া জাহাজটির ক্রু তারা।
এর আগে শনিবার (০২ জুলাই) টাইফুন চাবার কবলে পড়ে ইঞ্জিনিয়ারিং জাহাজটি ডুবে যায়। এতে ৩০ জন ক্রু সদস্য ছিল। দুর্ঘটনার পরই তিনজনকে জীবিত উদ্ধার করা হয়।
হংকং গভর্নমেন্ট ফ্লাইং সার্ভিসের তথ্য অনুযায়ী, ইঞ্জিনিয়ারিং জাহাজটি হংকং থেকে ১৬০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে ছিল।
চীনের গুয়াংডংয়ের উদ্ধারসংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে জানানো হয়, জাহাজটি যেখানে ডুবেছিল তার দক্ষিণ-পশ্চিমাংশ থেকে ১২ মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ দিকে সোমবার জীবিত অবস্থায় আরও একজনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
বর্তমানে নিখোঁজদের সন্ধানে ৭টি বিমান, ২৪৬টি নৌকা ও ৪৯৮টি মাছ ধরার জাহাজ কাজ করছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
সূত্র: এনডিটিভি
বাংলাদেশ সময়: ১৬২২ ঘন্টা, জুলাই ০২, ২০২২
ইআর