ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গ্রিসে দমকলবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, জুলাই ১৪, ২০২২
গ্রিসে দমকলবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২  প্রতীকী ছবি

গ্রিসে দমকলবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুজন নিহত হয়েছেন। স্থানীয় দমলবাহিনী ও কোস্টগার্ডের বরাত দিয়ে বৃহস্পতিবার( ১৪ জুলাই) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

 

এএফপির প্রতিবেদনে বলা হয়, বুধবার সামোস দ্বীপে রোমানিয়া ও মলদোভার দুই নাগরিককে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।  

কোস্টগার্ডের একজন মুখপাত্র এএফপিকে বলেন, তাদের বাঁচানোর প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এ দুর্ঘটনার পর প্রাণে বেঁচে গেছেন আরও দুজন। তারা রোমানিয়া ও গ্রিসের নাগরিক।  

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইআরটির প্রতিবেদনে বলা হয়, এজিয়ান দ্বীপের দক্ষিণ-পশ্চিমে পালেওচরি গ্রামের কাছে বুধবার বিকেলে আগুন লাগার পর হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।  

হেলিকপ্টারটিতে বৃহস্পতিবারও আগুন জ্বলতে দেখা যায়। আগুন নিয়ন্ত্রনে কাজ করছেন প্রায় ১০০ দমকলকর্মী।  

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করা হচ্ছে।  

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময় : ১৫২৫ ঘণ্টা, ১৪ জুলাই, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।