যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর সফরের একদিন না যেতেই গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইহুদি রাষ্ট্রটি।
আল জাজিরার খবরে বলা হয়েছে, বাইডেনের মধ্যপ্রাচ্য সফর চলাকালীন গাজায় একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল।
শনিবার (১৬ জুলাই) স্থানীয় সময় ভোরে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করে বলে, তারা হামাস পরিচালিত একটি রকেট তৈরির কারখানায় হামলা চালিয়েছে।
ইউমনা এলসাইদ নামে আল জাজিরার এক প্রতিবেদক ঘটনাস্থল থেকে জানান, সকালে বিস্ফোরণের শব্দে স্থানীয়দের ঘুম ভাঙে। এক ডজনেরও বেশি ক্ষেপণাস্ত্র দিয়ে অঞ্চলটির দুটি পৃথক স্থানে হামলা চালানো হয়। কোনা হতাহতের খবর না পাওয়া গেলেও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। যে কারখানায় হামলা চালানো হয়েছে সেটিতে ও তার চারপাশে এখনও আগুন জ্বলছে।
এ ঘটনায় হামাসের মুখপাত্র ফাওজি বারহাউম বলেন, বাইডেনের ইসরায়েল সফরের ঠিক পরেই তাদের হামলা চালানোর বিষয়টি কোনো কাকতালীয় ঘটনা নয়।
বাংলাদেশ সময় : ১৩৪৫ ঘণ্টা, ১৬ জুলাই, ২০২২
এমজে