ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে সরকারি বাস নদীতে পড়ে নিহত ১৩ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, জুলাই ১৮, ২০২২
ভারতে সরকারি বাস নদীতে পড়ে নিহত ১৩  ভারতে সরকারি বাস নদীতে

ভারতের মধ্যপ্রদেশে সরকারি বাস নদীতে পড়ে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনার পর ১৫ জনকে উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সময় সোমবার (১৮ জুলাই) এ দুর্ঘটনা ঘটে।  

স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মহরাষ্ট্রের সরকারি বাসটি পুনে থেকে ইন্দোরের দিকে যাচ্ছিল। মধ্যপ্রদেশের ধর জেলায় খালঘাটে পৌঁছালে বাসটি পিচ্ছিল রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।  

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এ ঘটনায় শোক প্রকাশ করে একটি টুইট বার্তায় বলেন,  দুর্ঘটনাস্থলে জেলা প্রশাসনের টিম উপস্থিত রয়েছে। বাসটি সরিয়ে নেওয়া হয়েছে। আমি প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে।  

বাসটিতে ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিল বলে জানা গেছে। উদ্ধার কাজ এখনো চলছে।  

কর্মকর্তারা জানিয়েছেন, প্রবল বৃষ্টিপাতের মধ্যে বাসটি উদ্ধার করা হয়েছে।  

মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র জানিয়েছেন, দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।  

বাংলাদেশ সময় : ১২৫৩ ঘণ্টা, ১৮ জুলাই, ২০২২
ইআর


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।