ইরাকের উত্তরাঞ্চলে তুরস্কের বিমান হামলায় আট পর্যটক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন।
কুর্দি নিয়ন্ত্রিত আধা-স্বায়ত্তশাসিত জাখো জেলার মেয়র মুশির মোহাম্মেদ বলেন, বারাখে চারটি মিসাইল ছোড়া হয়েছে। যারা মারা গেছেন তারা সবাই ইরাকের নাগরিক।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক ইরাকের সেনাবাহিনীর দুজন কর্মকর্তা জানিয়েছেন, ইরাকের উত্তরাঞ্চলীয় সালাহাদিন প্রদেশ আইএস জঙ্গিদের হামলায় ছয় পুলিশ সদস্য নিহত ও পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।
গ্রীষ্মের সময় শত শত ইরাকি পর্যটক কুর্দি অঞ্চলে আসে কারণ সেখানকার আবহাওয়া তুলনামূলকভাবে শীতল। জাখোর পর্যটনকেন্দ্রগুলো তুরস্কের সামরিক ঘাঁটির খুব কাছে অবস্থিত।
তুরস্ক নিয়মিতভাবে উত্তর ইরাকে বিমান হামলা চালায়। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে-এর সদস্যদের লক্ষ্য করে তারা এ হামলা চালিয়ে থাকে। তবে এ সব হামলার নিন্দা জানিয়ে থাকে ইরাক। পিকেকে-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন।
সূত্র: আরব নিউজ
বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, জুলাই ২০, ২০২২
ইআর