মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাস্থ্য নিয়ে জল্পনা নতুন করে ছড়িয়েছে। বুধবার (২০ জুলাই) যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে একটি কয়লা খনি পরিদর্শনের পর দেওয়া ভাষণে বাইডেন জানান, তিনি ক্যানসারে আক্রান্ত।
তেল শোধনাগার থেকে নির্গমনের কারণে যে ক্ষতি হয় সেই বিষয়েই ভাষণে আলোচনা করছিলেন মার্কিন প্রেসিডেন্ট। কথা প্রসঙ্গে তিনি ডেলাওয়্যারে তার শৈশবের বাড়ির কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমি হাঁটতে শেখারও আগে থেকে আমার মা আমায় গাড়িতে করে বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন। মনে আছে প্রথম তুষারপাতের সময় জানালায় ছিটকে পড়া তেল সরাতে উইন্ডশিল্ড ওয়াইপার লাগাতে হয়েছিল। জানেন তার ফল কী হয়েছিল? এই কারণেই আমি এবং আরও অনেক লোক যাদের সঙ্গে আমি বড় হয়েছি, আমরা ক্যানসারে আক্রান্ত হয়েছি। এই কারণেই দীর্ঘ সময় ধরে, গোটা দেশের মধ্যে ডেলাওয়্যারে ক্যানসারের হার সবচেয়ে বেশি। ’
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ক্লিপটি প্রকাশের সঙ্গে সঙ্গে অনেক হইচই পড়ে যায়। অনেকেই জানতে চান, এই মন্তব্যটি কি মার্কিন প্রেসিডেন্টের ভুলবশত বললেন? যেমনটা তিনি প্রায়শই করে থাকেন? নাকি এটা তার স্বীকারোক্তি?
প্রসঙ্গত, মার্কিন আইন অনুসারে, গুরুতর মানসিক বা শারীরিক অসুস্থতা থাকলে প্রেসিডেন্ট পদে থাকা যায় না। সোশ্যাল মিডিয়ায় অনেকে দাবি করেন, জো বাইডেন নিশ্চয়ই গুরুতর অসুস্থ। কারণ, সম্প্রতি পুরুষ সাংসদকে তিনি ইংরাজিতে ‘শি’ (তিনি বা সে কথাটির ইংরাজি প্রতিশব্দ, মহিলাদের ক্ষেত্রে ব্যবহার হয়) বলেছেন। কেউ কেউ প্রশ্ন করেন, বাইডেনের রোগ আসলে কোনটা – ক্যানসার না ডিমেনশিয়া? সকলেই যে এতটা আক্রমণাত্মক মন্তব্য করেছেন, তা নয়। বাইডেনের সুস্থতাও কামনা করেছেন অনেকে। লিখেছেন, ‘প্রার্থনা করি আপনার ক্যানসার সেরে উঠুক’।
সূত্র: এনডিটিভি
বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, জুলাই ২১, ২০২২
ইআর
Did Joe Biden just announce he has cancer?
— RNC Research (@RNCResearch) July 20, 2022
“That’s why I — and so damn many other people I grew up with — have cancer.” pic.twitter.com/lkm7AHJATX