শস্য রপ্তানি চুক্তির একদিন পরই কৃষ্ণসাগরের ওডেসা বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সময় শনিবার (২৩ জুলাই) ইউক্রেনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
ওডেসা অঞ্চলের প্রতিনিধি সের্গেই ব্রাচু সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতিতে বলেছেন,শত্রুরা ক্ষেপণাস্ত্র দিয়ে ওডেসা সমুদ্র বন্দরে আক্রমণ করেছিল। দুটি ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা দ্বারা ভূপাতিত করা হয়েছে। দুটি ক্ষেপণাস্ত্র বন্দরে আঘাত করেছে।
প্রসঙ্গত, কৃষ্ণসাগরের বন্দরগুলোর মধ্যে ওডেসা গুরুত্বপূর্ণ। শুক্রবার (২২ জুলাই) ইউক্রেনের শস্য রপ্তানির জন্য কৃষ্ণসাগরের বন্দরগুলো খুলে দিতে জাতিসংঘ-সমর্থিত একটি চুক্তি করেছে রাশিয়া ও ইউক্রেন। এই চুক্তি সইয়ের বিষয়ে তুরস্ক ও জাতিসংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইউক্রেনে রুশ হামলার পর বিশ্বজুড়ে যে খাদ্যসংকট দেখা দিয়েছে, এ চুক্তির ফলে তা কেটে যাবে বলে আশা করা হচ্ছিল।
সূত্র: এনডিটিভি
বাংলাদেশ সময় : ১৬২৯ ঘণ্টা, ২৩ জুলাই, ২০২২
ইআর