ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইউটিউবকে আপত্তিকর বিজ্ঞাপন মুছে ফেলার অনুরোধ সৌদির 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, জুলাই ২৭, ২০২২
ইউটিউবকে আপত্তিকর বিজ্ঞাপন মুছে ফেলার অনুরোধ সৌদির  প্রতীকী ছবি

সম্প্রতি ভাইরাল হওয়া আপত্তিকর বিজ্ঞাপনগুলো মুছে ফেলার জন্য ইউটিউবকে অনুরোধ করেছে সৌদি আরব। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

 

শনিবার (২৩ জুলাই) এ সংশ্লিষ্ট দুটি দপ্তর একটি যৌথ বিবৃতিতে জানায়, আপত্তিকর বিজ্ঞাপন সম্প্রতি ইউটিউবে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে যা ইসলামিক মূল্যবোধ ও নীতির পরিপন্থী এবং ভঙ্গ করেছে।  আমরা ইউটিউবকে এই সমস্ত বিজ্ঞাপন মুছে ফেলার এবং দেশের নিয়ম মেনে চলার জন্য অনুরোধ করছি।  

সৌদি আইন অনুসারে অনলাইনে জনশৃঙ্খলা, ধর্মীয় মূল্যবোধ, জনসাধারণের নৈতিকতা বা গোপনীয়তাকে প্রভাবিত করে এমন কন্টেন্ট প্রস্তুত, প্রেরণ বা সংরক্ষণ করা হলে পাঁচ বছরের কারাদণ্ড এবং ৩০ লাখ রিয়াল জরিমানা করা হয়। যে কেউ পর্নোগ্রাফিক নেটওয়ার্ক বা জুয়া খেলার জন্য কন্টেন্ট প্রকাশ বা প্রচার করলে তার জন্য একই শাস্তি প্রযোজ্য।

সূত্র: গালফ নিউজ

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, জুলাই ২৭, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।