মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় গুয়েরো রাজ্য একাধিক গাড়ির সংঘর্ষে কমপক্ষে নয় জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জন।
প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনাটি স্থানীয় সময় সকাল ৬টা৩৫ মিনিটে গুয়েরোর কোস্টা গ্র্যান্ডে অঞ্চলের আকাপুলকো-জিহুয়াতানেজো হাইওয়েতে ঘটে।
কর্মকর্তারা জানান, একটি প্রাইভেটকারের চালক একটি পণ্যবাহী ট্রাককে ওভারটেক করতে চান। এ সময় ট্রাকের পেছনে ধাক্কা লেগে হারিয়ে হাইওয়ের বিপরীত দিকে চলে যায় গাড়িটি। সেখানে আরেকটি গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের আতোয়াক ডি আলভারেজ শহরের একটি আঞ্চলিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
রাজ্য পুলিশ এবং ন্যাশনাল গার্ড দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ চালিয়েছে। দুর্ঘটনার পর এক ঘণ্টারও বেশি সময় ধরে মহাসড়কটি বন্ধ ছিল।
সূত্র: এনডিটিভি
বাংলাদেশ সময়: ০৯৪১ ঘণ্টা, জুলাই ২৮, ২০২২
ইআর