এক সিরিঞ্জে ৩৩ শিক্ষার্থীকে করোনাভাইরাসের টিকা দেওয়া হয়েছে। বুধবার (২৭ জুলাই) ভারতের মধ্যপ্রদেশের সাগর জেলায় এমন ঘটনা ঘটেছে।
টিকাদানকারী জিতেন্দ্র দাবি করেছেন, কর্তৃপক্ষ শুধু একটি সিরিঞ্জ পাঠিয়েছিল। ওই সিরিঞ্জ দিয়েই সব শিশুকে টিকা দিতে ‘বিভাগের প্রধান’ তাকে নির্দেশ দিয়েছিলেন।
এইচআইভির মতো রক্তবাহিত সংক্রামক রোগের বিস্তার ঠেকাতে ‘ডিসপোজিবল’ সিরিঞ্জ তথা একবার ব্যবহারযোগ্য সিরিঞ্জের প্রচলন হয়।
শিক্ষার্থীদের অভিভাবকদের ধারণ করা ঘটনাস্থলের একটি ভিডিওতে জিতেন্দ্রকে বলতে শোনা যায়, ‘যে ব্যক্তি টিকাদানের এসব সরঞ্জাম সরবরাহ করেছেন, তিনি একটি মাত্র সিরিঞ্জই দিয়েছিলেন। ’
এ ঘটনায় রাজ্যের স্বাস্থ্য বিভাগ জিতেন্দ্রের বিরুদ্ধে অবহেলার মামলা দায়ের করেছে। এদিকে টিকার সরঞ্জাম পাঠানোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে।
২০২১ সালের জানুয়ারিতে ভারতে কোভিড-১৯-এর টিকাদান শুরু হয়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৯৮ শতাংশ পূর্ণবয়স্ক মানুষ এক ডোজ করোনার টিকা নিয়েছেন।
সূত্র: বিবিসি, এনডিটিভি
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, জুলাই ২৮, ২০২২
ইআর