চলছিল মিউজিক ভিডিওর শুটিং। ওই সময় হঠাৎই শুটিং সেটে ঢুকে পড়ে আট মডেলকে ধর্ষণ করে বন্দুকধারীদের একটি দল।
দেশটির পুলিশমন্ত্রী ভেকি সেল সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার হামলা ও ধর্ষণের ঘটনায় নিরাপত্তা বাহিনী প্রায় ২০ সন্দেহভাজনের মধ্যে তিনজনকে গ্রেফতার করেছে।
তবে অভিযুক্তেরা দক্ষিণ আফ্রিকার বাসিন্দা নন বলেই স্থানীয় পুলিশ মনে করছে। পুলিশের দাবি, দুষ্কৃতীকারীরা অবৈধ খনি উত্তোলনের সঙ্গে জড়িত এবং দেশের বাইরে থেকে এসেছে। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা অপরাধীদের গ্রেফতার করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন। ভুক্তভোগী নারীদের সবার বয়সই ১৮ থেকে ৩৫-এর মধ্যে বলেও জানিয়েছে পুলিশ।
দক্ষিণ আফ্রিকায় প্রতি ১২ মিনিটে গড়ে একটি করে ধর্ষণ বা একই ধরনের অপরাধের অভিযোগ আসে পুলিশের কাছে। কিন্তু দেশটির ধর্ষণের ঘটনার খবর খুবই কমই আসে আন্তর্জাতিক গণমাধ্যমে।
সূত্র: এনডিটিভি
বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, জুলাই ৩০, ২০২২
ইআর