মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সফরের জেরে তাইওয়ানের চারপাশে দ্বিতীয় দিনের মতো চলছে চীনের সামরিক মহড়া। শুক্রবার ( ৫ আগস্ট) তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় সময় সকাল ১১টায় যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান নিয়ে মহড়া শুরু করে চীন। যুদ্ধজাহাজগুলো চীন এবং তাইওয়ানকে পৃথককারী জলপথের মধ্যরেখা অতিক্রম করেছে।
চীনের এমন কর্মকাণ্ডকে অত্যন্ত উস্কানিমূলক বলে আখ্যায়িত করেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এই সামরিক মহড়ার নিন্দা জানিয়েছেন।
শুক্রবার একটি সংবাদ সম্মেলনে তিনি বলেন, চীন তাইওয়ান প্রণালীতে এবং এর আশপাশে উস্কানিমূলক সামরিক তৎপরতা বাড়ানোর অজুহাত হিসেবে স্পিকার পেলোসির সফরকে ব্যবহার করছে।
আগামী রোববার (৭ আগস্ট) পর্যন্ত তাইওয়ানকে ঘিরে বেশ কয়েকটি পয়েন্টে এই মহড়া চালাবে চীন।
সূত্র: আল জাজিরা
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২২
ইআর