তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উন্নয়ন ইউনিটের উপপ্রধান ওউ ইয়াং হসিংয়ের মরদেহ একটি হোটেল কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার ( ৬ আগস্ট) তার মরদেহ উদ্ধার করা হয়।
তাইওয়ানের সামরিক বাহিনীর মালিকানাধীন ন্যাশনাল চাং-শান অব সাইন্স অ্যান্ড ইনস্টিটিউট অব টেকনোলোজির উপপ্রধান ও ইয়াং হসিংয়ের মরদেহ দক্ষিণ তাইওয়ানের একটি হোটেল কক্ষে পাওয়া যায়। বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র উৎপাদন প্রকল্প তদারকি করতে এই বছরের শুরুতে তাকে ওই পদে নিয়োগ দেওয়া হয়।
তাইওয়ানের সামরিক বাহিনীর মালিকানাধীন সংস্থাটি এই বছর ক্ষেপণাস্ত্র উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার লক্ষ্যে কাজ করছিল । চীনের ক্রমবর্ধমান সামরিক হুমকি মোকাবিলায় এই লক্ষ্য নির্ধারণ করা হয়।
তাইওয়ানের সরকারি বার্তা সংস্থা সিএনএ জানিয়েছে, ইয়াং হসিংয়ের মৃত্যুর কারণ খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। দক্ষিণাঞ্চলীয় কাউন্টি পিংটাংয়ে ব্যবসায়িক সফরে ছিলেন তিনি ।
সূত্র: এনডিটিভি
বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, ৬ আগস্ট, ২০২২
ইআর