ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইউরোপের বৃহত্তম পরমাণু কেন্দ্রে হামলা চালাচ্ছে ইউক্রেন: রাশিয়া 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, আগস্ট ৮, ২০২২
ইউরোপের বৃহত্তম পরমাণু কেন্দ্রে হামলা চালাচ্ছে ইউক্রেন: রাশিয়া  জাপোরিঝজিয়া পরমাণু কেন্দ্র

ইউক্রেনের জাপোরিঝজিয়া পরমাণু কেন্দ্রে ইউক্রেনীয় সেনারা হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছে রাশিয়া। রুশ সরকারের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে,এটি ইউরোপের জন্য বিপর্যয়কর পরিণতির কারণ হতে পারে।

 

এ নিয়ে সংবাদ সম্মেলনে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেন, ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর দ্বারা পারমাণবিক প্ল্যান্ট অঞ্চলে গোলাবর্ষণ একটি  অত্যন্ত বিপজ্জনক কার্যকলাপ।  

এ সময় পেসকোভ ইউক্রেনের এই হামলা বন্ধ করার জন্য দেশটির মিত্রদের হস্তক্ষেপ কামনা করেন।  

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, জাপোরিঝজিয়া পরমাণু কেন্দ্র ইউরোপের বৃহত্তম পরমাণু কেন্দ্র। এটি দখল করে নিয়ে রাশিয়া। এই পরমাণু কেন্দ্রের অনেক অংশই ক্ষতিগ্রস্ত হয়েছে।  

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২২
ইআর

 

 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।