ভারী বৃষ্টিপাত ও ভূমিধসে চীনের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কিনহাইতে বন্যায় ১৬ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও ৩৬ জন।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, কিংহাই প্রদেশের দাতং কাউন্টির একটি পার্বত্য অঞ্চলের ছয়টি গ্রামে বন্যা দেখা দিয়েছে। এতে ৬ হাজার ২০০ জনের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
চলতি গ্রীষ্মে চীনের বিভিন্ন শহরে তাপদাহ দেখা দিয়েছে। এরমধ্যেই দেশটিতে বন্যা দেখা দিলো। স্থানীয় কর্তৃপক্ষ দুই হাজার লোকবলের উদ্ধারকারী টিম পাঠিয়েছে। এছাড়া দুর্যোগ মোকাবিলায় ১৬০টির বেশি যান পাঠানো হয়েছে।
সূত্র: এনডিটিভি
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২২
ইআর