ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

পরমাণু স্থাপনার নিরাপত্তা দিতে জাতিসংঘের প্রতি জেলেনস্কির আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২১, আগস্ট ১৮, ২০২২
পরমাণু স্থাপনার নিরাপত্তা দিতে জাতিসংঘের প্রতি জেলেনস্কির আহ্বান

জাপোরিঝজিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা দিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার ( ১৮ আগস্ট) পশ্চিম ইউক্রেনের এলভিভে জাতিসংঘের মহাসচিবের আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠকের পর দেওয়া এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।

 

একটি বিবৃতিতে জেলেনস্কি বলেন, জাতিসংঘকে অবশ্যই এই কৌশলগত স্থাপনার নিরাপত্তা ও রাশিয়ান সৈন্যদের থেকে সম্পূর্ণ মুক্তি নিশ্চিত করতে হবে।

 এ সময় রুশ সেনাদের ইচ্ছাকৃত হামলার সমালোচনাও করেন জেলেনস্কি।  

জাপোরিঝজিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চলতে থাকলে বন্ধ করে দেওয়া হবে বলে হুমকি দিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। যদিও হামলার অভিযোগ পুরোপুরি প্রত্যাখ্যান করেছে কিয়েভ।

ইউরাপের সবচেয়ে বড় জাপোরিঝজিয়া বিদ্যুৎকেন্দ্র গত মার্চে হামলা চালিয়ে নিয়ন্ত্রণে নেয় রুশ বাহিনী।

সূত্র: আল জাজিরা

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।