সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে অবস্থিত একটি হোটেল নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে আল শাবাব জঙ্গি গোষ্ঠী।
পুলিশ বলছে, হামলাকারীরা হোটেলের বাইরে দুটি বিস্ফোরণ ঘটিয়েছে ।
একটি বিবৃতিতে আল শাবাব জঙ্গি গোষ্ঠীর পক্ষ থেকে বলা হয়, তারা সবাইকে গুলি করছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, দ্য হায়াত নামের হোটেলটিতে সরকারি কর্মকর্তারা বৈঠক করেন।
মোগাদিশুর আমিন অ্যাম্বুলেন্স সার্ভিসের প্রধান আব্দিকাদির আবদিরহমান জানিয়েছেন, জঙ্গি হামলার পর এরইমধ্যে ওই হোটেলটি থেকে নয়জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, হোটেলটি থেকে ধোঁয়া বের হচ্ছে। তবে এর সত্যতা যাচাই করা যায়নি।
একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, হোটেল হায়াতকে লক্ষ্য করে দুটি গাড়ি বোমা চালানো হয়।
আল শাবাব আল কায়েদার সঙ্গে যুক্ত একটি জঙ্গিগোষ্ঠী। তাদের সঙ্গে সোমালি সরকারের দীর্ঘ দিনের বিরোধ রয়েছে।
সূত্র: বিবিসি
বাংলাদেশ সময়: ০৮৫২ ঘণ্টা, আগস্ট ২০, ২০২২
ইআর