আফগানিস্তানের রাজধানী কাবুলে রুশ দূতাবাসের কাছে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। এই হামলায় দূতাবাসটির দুই কর্মী নিহত হয়েছেন।
পুলিশ জানায়, হামলাকারীও তাদের গুলিতে নিহত হয়েছেন।
আফগানিস্তানের পুলিশ কর্মকর্তা মাওলাভি সাবির বলেন, আত্মঘাতী হামলাকারী লক্ষ্যে পৌঁছানোর আগেই রুশ দূতাবাসের (তালেবান) রক্ষীরা তাকে চিনতে পেরেছে এবং গুলি করেছে।
গতবছর তালেবান ক্ষমতায় আসার পর যে কয়েকটি দেশ আফগানিস্তানে দূতাবাস রেখেছে তাদের মধ্যে অন্যতম ছিল রাশিয়া। যদিও মস্কো আনুষ্ঠানিকভাবে তালেবানকে স্বীকৃতি দেয়নি। তবে বিভিন্ন বিষয়ে রুশ কর্মকর্তাদের সঙ্গে তালেবান সরকারের বৈঠক হয়েছে।
সূত্র: ওয়াশিংটন পোস্ট
বাংলাদেশ সময় : ১৫১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২২
ইআর