ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

জেলনস্কির জন্মস্থানে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২২
জেলনস্কির জন্মস্থানে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ক্রিভি রিহ শহরের অন্যতম প্রধান একটি বাঁধে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। বুধবার ( ১৫ সেপ্টেম্বর) এই হামলা চালানো হয়।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা  অ্যান্তন গেরাশচেঙ্কো একটি টুইট বার্তায় বলেন, ক্ষেপণাস্ত্রগুলো বাঁধ লক্ষ্য করে ছোড়া হয়। এর ফলে ইনহুলেটস নদীর পানির স্তর বৃদ্ধি পেয়েছে, যা শহরের জন্য হুমকিস্বরূপ।  

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট অফিসের উপ-প্রধান কিরিল টিমোশেঙ্কো বলেন, এই হামলায় কোনো বেসামরিক নাগরিকের ক্ষয়ক্ষতি হয়নি।  

এই ক্রিভি রিহ শহরেই জন্মগ্রহণ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই হামলার বিষয়ে এখনো রাশিয়ার পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।  

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘন্টা, সেপ্টেম্বর ১৫, ২০২২
ইআর

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।