ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তাইওয়ানকে সাহায্য করলে চরম ফল ভোগ করতে হবে: চীন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২২
তাইওয়ানকে সাহায্য করলে চরম ফল ভোগ করতে হবে: চীন চীনের সেনা মহড়া

তাইওয়ানকে সামরিক সহায়তা দিতে একটি বিল উত্থাপন করছে যুক্তরাষ্ট্র। যদি এই বিল পাস হয় তাহলে যুক্তরাষ্ট্রকে ভয়াবহ ফল ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে চীন।

 

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বৃহস্পতিবার ( ১৫ সেপ্টেম্বর)  একটি সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, যদি বিলটি অগ্রসর হতে থাকে তাহলে এটি চীন-মার্কিন সম্পর্কের রাজনৈতিক ভিত্তিকে ব্যাপকভাবে নাড়া দেবে ।  

একটি সিনেট কমিটি বুধবার তাইওয়ানকে সরাসরি বিলিয়ন ডলার সামরিক সহায়তা প্রদান করতে একটি বিল উত্থাপনের প্রাথমিক পদক্ষেপ নিয়েছে।    

মার্কিন যুক্তরাষ্ট্র কয়েক দশক ধরে তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করেছে।  কিন্তু নতুন আইনের মাধ্যমে আগামী চার বছরে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৪৫০ কোটি  ডলার সামরিক সহায়তা পাবে তাইওয়ান। এছাড়া চীন যদি দ্বীপটি দখলের জন্য শক্তি প্রয়োগ করে তবে তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবেও বলে জানিয়েছে ওয়াশিংটন।  

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘন্টা, সেপ্টেম্বর ১৫, ২০২২
ইআর

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।