ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রায় ৬ হাজার সেনার মৃত্যু 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৯, সেপ্টেম্বর ২১, ২০২২
ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রায় ৬ হাজার সেনার মৃত্যু 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত প্রায় ছয় হাজার রুশ সেনা নিহত হয়েছে। স্থানীয় সময় বুধবার ( ২১ সেপ্টেম্বর) রুশ প্রতিরক্ষামন্ত্রী সার্গেই শোইগু এক টেলিভিশন সাক্ষাৎকারে এ তথ্য দিয়েছেন।

সার্গেই শোইগুর দাবি, ইউক্রেন পশ্চিমাদের সঙ্গে সম্মিলিতভাবে যুদ্ধ করছে। তবে রাশিয়া তেমনটি করছে না।

রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমরা দীর্ঘদিন ধরে আমাদের ক্ষতির বিষয়ে কথা বলিনি। এই বিশেষ অভিযানে আমাদের ৫,৯৩৭ জন সেনা নিহত হয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রুশ বাহিনী। এরইমধ্যে ইউক্রেনের এক-পঞ্চমাংশ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছেন রুশ সেনারা। তবে ইউক্রেনের সেনারা এখন পাল্টা হামলা শুরু করেছে। ইউক্রেনের খারকিভ অঞ্চলে রুশ বাহিনী কিছু এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে।

সূত্র: গার্ডিয়ান

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২২.
ইআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।