ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পরমাণু মহড়া চালালো রাশিয়া, দেখলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২২
পরমাণু মহড়া চালালো রাশিয়া, দেখলেন পুতিন

পরমাণু মহড়া চালিয়েছে রাশিয়ার কৌশলগত বিশেষ বাহিনী। আর এটি হয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বেই।

রাশিয়ার রাজধানী মস্কোতে এই মহড়া অনুষ্ঠিত হয়। বুধবার (২৬ অক্টোবর) ক্রেমলিনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।  

একটি বিবৃতিতে ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়, ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে স্থল, সমুদ্র এবং আকশপথে একটি মহড়া অনুষ্ঠিত হয়েছে । এ  সময় ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়।  

রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, পুতিন একটি কন্ট্রোল রুম থেকে মহড়া পর্যবেক্ষণ করছেন।  

রাশিয়ার কামচাটকা উপদ্বীপ থেকে এবং আর্কটিকের বারেন্টস সাগরে পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এ প্রশিক্ষণে টিইউ-৯৫ পারমাণবিক বোমারু বিমানও ছিল।  

ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়, কৌশলগত প্রতিরক্ষা বাহিনীর মহড়ার সময় পরিকল্পিত কাজগুলো সম্পূর্ণরূপে সম্পন্ন হয়েছে। সমস্ত ক্ষেপণাস্ত্র তাদের লক্ষ্যে পৌঁছেছে।  

রাশিয়ার এই কৌশলগত প্রতিরক্ষা বাহিনীর পারমাণবিক হামলা প্রতিরোধের সক্ষমতাও রয়েছে। এই বাহিনীর কাছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি দূরপাল্লার কৌশলগত বোমারু বিমান, সাবমেরিনসহ অত্যাধুনিক অস্ত্র রয়েছে।  

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ২০৪২ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২২
ইআর

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।