ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

টুইটার কিনেই ছাঁটাইয়ের খেলা শুরু মাস্কের

আন্তজার্তিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২২
টুইটার কিনেই ছাঁটাইয়ের খেলা শুরু মাস্কের

অবশেষে মাইক্রো ব্লগিং সাইট ‘টুইটার’ কেনার চুক্তি সম্পন্ন করেছেন মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠাতা টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক।  

প্রস্তাবিত ৪৪ বিলিয়ন ডলারেই বৃহস্পতিবার (২৭ অক্টোবর) এ চুক্তি সম্পন্ন করেন বিশ্বের অন্যতম এ শীর্ষ ধনী।



জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমটি কেনার চুক্তি শেষ করেই ছাঁটাইয়ের খেলা শুরু করেন  ইলন মাস্ক। এরইমধ্যে প্রতিষ্ঠানটির উচ্চপদস্থ কর্মকর্তাদের বরখাস্ত করেছেন তিনি। এ তালিকায় রয়েছেন টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পরাগ আগারওয়াল, চিফ ফাইন্যানসিয়াল অফিসার নেড সেয়গাল, সিএফও এবং আইন বিভাগের প্রধান বিজয়া গাড্ডে।    

উল্লেখ্য, এর আগে পরাগ আগারওয়ালের বিরুদ্ধে প্রমাণ নষ্টের অভিযোগ করেছিলেন মাস্ক।

প্রসঙ্গত, ইলন মাস্ক টুইটারের সঙ্গে চুক্তি বাতিল করার প্রচেষ্টা করছিলেন। এমনকি বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে।

আদালত এই পদক্ষেপ নেওয়ার আগেই সম্প্রতি ইলন মাস্ক জানিয়েছিলেন- তিনি পূর্ব ঘোষণা অনুযায়ী টুইটার কিনতে ইচ্ছুক। আর অবশেষে সেই চুক্তি সম্পন্নও করলেন ইলন মাস্ক।  

এর আগে টেসলার সিইও টুইটারের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ এনেছিলেন। মাস্ক অভিযোগ করেছিলেন যে ৪৪ বিলিয়ন ডলারের চুক্তির সময় টুইটারের পক্ষ থেকে সংস্থাটি সংক্রান্ত বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছিল। এর পরই চুক্তি বাতিল না করে তা সম্পন্ন করার জন্য টুইটারের পক্ষ থেকে মাস্কের বিরুদ্ধে মামলা করা হয়।

সূত্র: নিউ ইয়র্ক টাইমস, ব্লুমবার্গ, ভয়েস অব আমেরিকা, ইউএসএ টুডে, দ্য সিয়াটল টাইমস

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২২
এসআরএস/ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।