ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নিখোঁজ ৩৫০, হতাহত ২৯৯: দ. কোরিয়ায় রাষ্ট্রীয় শোক ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২২
নিখোঁজ ৩৫০, হতাহত ২৯৯: দ. কোরিয়ায় রাষ্ট্রীয় শোক ঘোষণা

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের একটি প্রসিদ্ধ মার্কেটে হ্যালোইন উৎসব উদযাপনের সময় পদদলনের ঘটনায় ৩৫০ জন নিখোঁজ হনে। এখনও তাদের খোঁজ মেলেনি।

ওই ঘটনায় হতাহত হয়েছেন ২৯৯ জন। এ অবস্থায় দেশটিতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট ইউন সুক-ইওল এ ঘোষণা দেন।

সিউলের প্রশাসন এসব তথ্য নিশ্চিত করেছে বলে রোববার (৩০ অক্টোবর) জানিয়েছে এবিসি নিউজ। খবরে বলা হয়েছে, হ্যালোইন উৎসব উদযাপনকারীদের কাছে রাজধানী সিউলের ইথেওন এলাকা খুবই আকর্ষণীয় জায়গা। শনিবার (২৯ অক্টোবর) রাতে ওই এলাকায় লাখখানেক মানুষ সমবেত হয়েছিলেন। হুড়োহুড়ির মধ্যে বহু মানুষ রাস্তায় পড়ে যায়। এ সময় পদদলনের ঘটনা ঘটে। ১৪৯ জন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত দেড়শ জন।

হুড়োহুড়ির থেকে অন্তত ৩৫৫ জন নিখোঁজ হন। তাদের খোঁজ পাওয়া যায়নি। সিউলের মেট্রোপলিটন সরকার জানিয়েছে, এ সংক্রান্ত প্রতিবেদন পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে। এ ছাড়া রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আগামী ৫ নভেম্বর পর্যন্ত পূর্ব এশিয়ার দেশটিতে জাতীয় শোক পালিত হবে।

রাষ্ট্রীয় শোক চলাকালীন দেশের সকল সরকারি প্রতিষ্ঠান ও কূটনৈতিক অফিসে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এ সময় জরুরি নয় এমন সব কর্মকাণ্ড দেশে স্থগিত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী হ্যান ডাক-সু।

বেসামরিক কর্মচারী ও সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের শোকের সমবেদনা জানাতে বিশেষ ফিতা পরতে হবে বলেও তিনি জানান।

স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানী সিউলের ইতাওয়ানে হ্যালোইন উৎসব উদযাপনের সময় পদদলনের ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে ১৯ জন বিদেশি। তারা ইরান, উজবেকিস্তান, চীন ও নরওয়ের নাগরিক। বেশিরভাগের বয়স ২০ বছরের মধ্যে।

সূত্র: এবিসি

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।