ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দর্শকের চাপে কঙ্গোয় স্টেডিয়াম ভেঙে নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২২
দর্শকের চাপে কঙ্গোয় স্টেডিয়াম ভেঙে নিহত ১১

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসার একটি স্টেডিয়াম ভেঙে অন্তত ১১ জন নিহত হয়েছেন। স্টেডিয়ামটিতে কনসার্ট আয়োজন করা হয়েছিল।

এতে দর্শক ছিল উপচে পড়া।

কঙ্গোর স্বরাষ্ট্রমন্ত্রী ড্যানিয়েল আসেলো ওকিতো জানিয়েছেন, শনিবার দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাও নিহত হয়েছেন। খবর ফ্রান্স ২৪।

প্রতিবেদনে বলা হয়, কঙ্গোর জনপ্রিয় গায়ক ফ্যালি ইপুপার গান পরিবেশনের কথা ছিল কিনশাসার ওই স্টেডিয়ামে। রাজধানীর স্টেডিয়ামটিতে দর্শক উপস্থিতি ছিল ধারণক্ষমতার চেয়ে বেশি। কর্মকর্তারা জানিয়েছেন ৮০ হাজারের বেশি দর্শক কনসার্টে অংশ নেন।

এত বেশি দর্শক উপস্থিতির কারণে অনেককেই স্টেডিয়ামের ভিআইপি ও সংরক্ষিত আসনের দিকে সরিয়ে নেওয়া হচ্ছিল।

ড্যানিয়েল আসেলো ওকিতো বলেন, এখন পর্যন্ত ১১ জনের মৃত্যুর তথ্য রেকর্ড করেছে পুলিশ। নিহতদের ১০ জনের দমবন্ধ হয়ে গিয়েছিল। গ্যালারি ভেঙে পড়াও তাদের মৃত্যুর অন্যতম কারণ। সাতজনকে আহত অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র: ফ্রান্স ২৪

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।