তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার ভোরের দিকে ভূমিকম্পটি আঘাত হানে।
ভূমিকম্পে দুজসে প্রদেশের বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকারি দুর্যোগ সংস্থা ও রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইস্তানবুলের প্রায় ২০০ কিলোমিটার পশ্চিমের দুজসে প্রদেশের গোলিয়াকায়।
টিআরটি হাবারকে দেওয়া সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সলু বলেন, গোয়ালিকার আশপাশের গ্রামগুলোতে আমরা খুঁজে দেখেছি। গুরুতর কোনো ক্ষতি হয়নি। কিছু শস্যাগার ভেঙেছে।
তিনি বলেন, ভূমিকম্পের সময় বিদ্যুৎ বিভ্রাট ঘটে। তবে কর্তৃপক্ষ সমস্যার সমাধান করেছে।
সংবাদ সংস্থা আনাদুলু বলছে, ক্ষতিগ্রস্ত আটটি ভবনের মধ্যে ডুজসে আদালত ভবনও রয়েছে।
তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ(এএফএডি) বলেছে, ভূমিকম্প আঘাত হানা অঞ্চলে কয়েক হাজার কম্বল ও তাঁবু পাঠানো হয়েছে। দুজসেতে ৩৭ জন আহত হয়েছেন। জনগুলডাক, বুরসা ও ইস্তানবুলেও আহত হয়েছেন কয়েকজন।
এর আগে ইউরোপিয়ান-মেডিটোরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) বলেছিল, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬। এর উৎস ছিল ২ কিলোমিটার গভীরে।
সূত্র: রয়টার্স
বাংলাদেশ সময়: ১৫৫১, নভেম্বর ২৩
আরএইচ