ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

সাক্ষাৎকার

বাবার মতো পৌরবাসীর সেবা করতে চান নাটোরের উমা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৬ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৬
বাবার মতো পৌরবাসীর সেবা করতে চান নাটোরের উমা

নাটোর: ‘বাবা শংকর গোবিন্দ্র চৌধুরী নাটোর পৌরসভার চেয়ারম্যান ছিলেন। তিনি আজীবন বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে সাধারণ মানুষের জন্য কাজ করে গেছেন।

আমিও সুবিধাবঞ্চিত নাটোর পৌরবাসীর জন্য কাজ করে যাব। ’

শনিবার (২ জানুয়ারি) বাংলানিউজের সঙ্গে একান্ত আলাপকালে নাটোর পৌরসভার নবনির্বাচিত মেয়র উমা চৌধুরী জলি তার এ ইচ্ছার কথা জানান।

উমা চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী জননেত্রী শেখ হাসিনা যে আস্থা ও বিশ্বাস নিয়ে নৌকা প্রতীকে নাটোর পৌরসভার মেয়র পদে মনোনয়ন দিয়েছিলেন, আমি সর্বাত্মকরণে চেষ্টা করে যাব তার সেই বিশ্বাস ও আস্থা ধরে রাখতে।

নাটোর শহরের জলাবদ্ধতা, পয়নিষ্কাশন, নারদ নদের বর্তমান অবস্থা ও পরিবেশ দূষণ নিয়ে নিজের ইচ্ছার কথা জানান তিনি।

উমা চৌধুরী জানান, নাটোরবাসীর প্রাণের দাবি উজানের পাকা বাঁধ অপসারণ করে নারদ নদ রক্ষার উদ্যোগ নেবেন তিনি।

এছাড়া পরিবেশ দূষণের হাত থেকে নাটোর পৌরবাসীকে মুক্তি দিতে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের ইচ্ছার কথাও জানান উমা চৌধুরী।

তিনি পৌর মেয়রের দায়িত্বে পালনে পৌরবাসীর সহায়তা ও আশীর্বাদ কামনা করেন।

১৮৬৯ সালে ১ এপ্রিল গঠিত হয় ১৪ দশমিক ৮০ বর্গকিলোমিটার আয়তনের প্রথম শ্রেণির নাটোর পৌরসভা।  

গত ৩০ ডিসেম্বর প্রথমবারের মতো দলীয়ভাবে অনুষ্ঠিত মেয়র নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে উমা চৌধুরী নাটোর সদর পৌরসভার মেয়র নির্বাচিত হন।

নির্বাচনে তিনি পান ২০ হাজার ২৫৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির প্রার্থী শেখ এমদাদুল হক আল মামুন। তিনি পেয়েছেন ১৬ হাজার ৩৮১ ভোট।

বাংলাদেশ সময়: ০৮১৬ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।