ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

নীলফামারীতে ঈদের জামাত সকাল ৮টায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, জুন ২৮, ২০২৩
নীলফামারীতে ঈদের জামাত সকাল ৮টায়

নীলফামারী: নীলফামারীতে ঈদের জামাতের সময়সূচি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় ঈদগায় জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটায়।

এখানে নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর ঈদের নামাজ আদায় করার কথা রয়েছে।  

এর আগে সকাল ৭টা ৪৫ মিনিটে পুলিশ লাইন ঈদগাহ মাঠে জামাত অনুষ্ঠিত হবে। এখানে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ঈদের নামাজ আদায় করবেন। সকাল ৮টা ১৫ মিনিটে জামাত হবে সার্কিট হাউস ঈদগা মাঠে। সকাল ৮টা ৩০ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে কুখাপাড়া ঈদগাহ মাঠে।
 
এছাড়া বাড়ইপাড়া নতুন জামে মসজিদ ঈদগাহ মাঠে ৮টা ১৫ মিনিটে জামাত অনুষ্ঠিত হবে। কলেজ স্টেশন ঈদগাহ মাঠে জামাত অনুষ্ঠিত হবে ৮টা ৩০ মিনিটে। গাছবাড়ি পঞ্চপুকুরপাড়া ঈদগাহ মাঠে সকাল ৮টা ১৫ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। মুন্সিপাড়া আহলে হাদিস মসজিদ ঈদগাহ মাঠে সকাল ৭টা ৩০ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
 
নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, আবহাওয়া অনুকূলে না থাকলে সংশ্লিষ্ট এলাকার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, জুন ২৮, ২০২৩
এএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।