ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

ইসলাম

যে দশ বিষয়ে মানুষের অন্তর মারা গেছে

ইসলাম ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৩
যে দশ বিষয়ে মানুষের অন্তর মারা গেছে প্রতীকী ছবি

সুন্দর দৈহিক গঠনের সঙ্গে সঙ্গে আল্লাহতায়ালা মানুষকে সুন্দর একটি অন্তর দিয়েছেন। যার মাধ্যমে মানুষ চিন্তা-ভাবনা করে জীবনের ভালো-মন্দ বেছে নেয়।

মানুষের অন্তরের চিন্তা-ভাবনার ওপর নির্ভর করে তার অন্যান্য অঙ্গের ভালো কাজ কিংবা মন্দ কাজ। অন্তর ভালো থাকলে, মানুষের কাজও ভালো হয়।

তবে মানুষ শরীরের অন্যান্য রোগের কথা মানুষ জানলেও অন্তরের রোগ সম্পর্কে জানেন না বলেই চলে। ফলে অধিকাংশ মানুষের অন্তর অসুস্থ, আর অন্তর অসুস্থ থাকার কারণে মানুষ পাপ কাজে জড়িয়ে যায়।

ইসলামি স্কলাররা বলেন, মানুষের অন্তর কঠিন হওয়ার কিংবা মারা যাওয়ার আলামত হলো- আল্লাহর আনুগত্য ও ভালো কাজে অলসতা। আল্লাহর হুকুম, কোরআনের আয়াত, সুন্দর উপদেশবাণী শুনে প্রভাবিত না হওয়া। দুনিয়াতে আল্লাহর আজাব-গজব ও মানুষের মৃত্যু দেখে ভীত না হওয়া। দুনিয়ার প্রতি ভালোবাস বেড়ে যাওয়া ও আখেরাতকে ভুলে থাকা।  

ইসলামি স্কলারদের মতে, মুসলমানরা এখন যেসব পরীক্ষা ও মহা মসিবতে পতিত এবং ভয়াবহ রোগে আক্রান্ত- এর অন্যতম একটি রোগ হলো- অন্তর কঠিন হয়ে যাওয়া।  

একদিন বিখ্যাত বুজুর্গ হজরত ইবরাহিম ইবনে আদহাম (রাহ.) বসরা শহরের এক বাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন। লোকজন তার পাশে সমবেত হয়ে জিজ্ঞাসা করলো- হে আবু ইসহাক! আল্লাহতায়ালা কোরআনে বলেছেন, ‘আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। ’ কিন্তু আমরা অনেক দিন ধরে দোয়া করছি, অথচ আল্লাহতায়ালা আমাদের দোয়ার সাড়া দিচ্ছেন না।  

তখন হজরত ইবরাহিম ইবনে আদহাম (রহ.) বললেন, ওহে বসরার অধিবাসীরা! দশটি বিষয়ে তোমাদের অন্তর মরে গেছে-

১. তোমরা আল্লাহর সম্পর্কে জানো, কিন্তু তার প্রতি তোমাদের কর্তব্যগুলো পালন করো না।  
না।

২. তোমরা কোরআনে কারিম পড়ো ঠিকই, কিন্তু সে অনুযায়ী আমল করো না।  

৩. তোমরা দাবি করো যে হজরত রাসূলুল্লাহ (সা.) কে ভালোবাসো, কিন্তু তার সুন্নাতকে অবহেলা করো।

৪. তোমরা নিজেদেরকে শয়তানের শত্রু হিসেবে দাবি করো, কিন্তু তোমরা তারই পদাঙ্ক অনুসরণ করো।

৫. তোমার জান্নাতে যেতে উদগ্রীব, কিন্তু তার জন্য পরিশ্রম করো না।  

৬. তোমরা জাহান্নামের ভয়ে আতঙ্কিত, কিন্তু পাপের মাধ্যমে প্রতিনিয়ত তার নিকটবর্তী হচ্ছো।

৭. তোমরা স্বীকার করো মৃত্যু অনিবার্য, কিন্তু তার জন্য নিজেকে প্রস্তুত করো না।  

৮. তোমরা সবসময়ে অন্যের দোষ বের করতে সচেষ্ট, কিন্তু নিজের দোষ-ত্রুটির ব্যাপারে খেয়াল রাখো না।  

৯. তোমরা আল্লাহর নিয়ামত উপভোগ করো, কিন্তু তার জন্য কৃতজ্ঞতা আদায় করো না।  

১০. তোমরা মৃতের লাশকে দাফন করো, কিন্তু তা থেকে শিক্ষা গ্রহণ করো না।

-আবু নুয়াইম, হিলিইয়া আল আউলিয়া: ৮/১৫-১৬

বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৩
এইচএ/এসএএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।