ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

রোজার শুরুর তারিখ জানালো আমিরাতের জ্যোতির্বিদ্যা সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৩
রোজার শুরুর তারিখ জানালো আমিরাতের জ্যোতির্বিদ্যা সংস্থা

আগামী বছর কবে থেকে রোজা শুরু হতে পারে সে খবর জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত সংস্থা এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি (ইএএস)। সংস্থাটি বলেছে, ২০২৪ সালের ১১ মার্চ (সোমবার) পবিত্র রমজান মাস শুরু হতে পারে।

ইএএস চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেছেন, আগামী বছর আমিরাতে শীতের মৌসুমে রোজা শুরু হবে। আগামী ২০৩১ সাল (১৪৫৩ হিজরি) পর্যন্ত সব রোজার মাস শুরু হবে শীতকালে। তারপর রোজা শুরু হবে শরৎকালে। রোজার মাস মূলত চাঁদ দেখার ওপর নির্ভর করে।

সোমবার (২৫ ডিসেম্বর) এসব তথ্য জানায় আরব আমিরাতের ইংরেজি দৈনিক খালিজ টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি বছর রোজার মাস শুরুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ। জ্যোতির্বিজ্ঞানের গণনায় শুধুমাত্র সম্ভাব্য তারিখের পূর্বাভাস দেওয়া হয়। এর আগে অবশ্য সৌদি আরবের মক্কায় চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণা আমলে নেওয়া হয়।

গত ১৩ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্টের ওয়েবসাইটেও রোজার শুরুর সম্ভাব্য তারিখ জানানো হয়। সংস্থাটির হিজরি ক্যালেন্ডারে বলা হয়েছিল, ২০২৪ সালে রোজা শুরু হতে পারে ১২ মার্চ (মঙ্গলবার)।

প্রতিবেদনে আরও বলা হয়, আগামী বছর আরব আমিরাতে রোজার সময় ২০২৩ সালের চেয়ে কম হবে। ১৩ ঘণ্টা ১৬ মিনিট হতে পারে; শেষ সময় ১৪ ঘণ্টায় পৌঁছাবে।   চলতি বছর দেশটিতে ১৩ ঘণ্টা ৩৩ মিনিট থেকে ১৪ ঘণ্টা ১৬ মিনিট পর্যন্ত রোজার সময় ছিল। আগামী বছর ২৯টি রোজা হতে পারে। সে ক্ষেত্রে আমিরাতে রোজা শেষ হবে ৮ এপ্রিল। সে ক্ষেত্রে ঈদুল ফিতর হতে পারে ৯ এপ্রিল।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।