ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

ইসলাম

যে দোয়া পড়ে ইউনুস (আ.) কঠিন বিপদ থেকে রক্ষা পেয়েছিলেন

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৩
যে দোয়া পড়ে ইউনুস (আ.) কঠিন বিপদ থেকে রক্ষা পেয়েছিলেন

ইউনুস (আ.) আল্লাহর নবী ছিলেন। মাছের পেটে দীর্ঘ দিন অবস্থান করেন তিনি।

এ সময় তার প্রার্থনা ছিল কেবল একটি দোয়া।  

এ প্রসঙ্গে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘অতঃপর ইউনুস (আ.)-এর কথা স্মরণ করুন, তিনি রাগ করে বের হয়েছিলেন এবং ভেবেছিলেন যে আমি তার ওপর সক্ষম নই।

অতঃপর সে অন্ধকারে ডাক দিয়েছিল এই বলে, ‘আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র ও মহান। আমি সীমালঙ্ঘনকারী। অতঃপর আমি তার ডাকে সাড়া দেই এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্ত করি। এভাবে আমি মুমিনদের উদ্ধার করি।

’ (সুরা আম্বিয়া, আয়াত : ৮৭)
দোয়াটি হলো, 

لاَ إِلٰهَ إِلاَّ أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظّالِمِينَ

উচ্চারণ : লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু  মিনাজ জলিমিন।  

অর্থ : আপনি ছাড়া কোনো উপাস্য নেই। আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি। নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভূক্ত।

হাদিস : সাআদ (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘মাছের পেটে অবস্থানকালে ইউনুস (আ.) উল্লিখিত দোয়াটি পড়তেন। কোনো মুসলিম ব্যক্তি তা নিয়মিত পাঠ করলে আল্লাহ তার দোয়া কবুল করবেন। ’ (তিরমিজি, হাদিস : ৩৫০৫)

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।