অনেকে বলে থাকেন, খাবারের পর মিষ্টি বা মিষ্টিজাতীয় খাবার বা ফল খাওয়া সুন্নত। কথাটি কি সঠিক?
এ বিষয়ে হাদিস বিশারদ ও ফকিহদের ভাষ্য, রাসুল (সা.) মধু, হালুয়া বা মিষ্টিজাত দ্রব্যকে অধিক পছন্দ করতেন বলে হাদিস শরিফে পাওয়া যায়।
(বুখারি, হাদিস : ৫৪৩১, ফাতাওয়ায়ে মাহমুদিয়া : ১৪/৪১৪,৪১৫, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ১১/৩৬৮)
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৪
।