ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

রোজা মঙ্গলবার শুরু, ঘোষণা দিল যেসব দেশ

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, মার্চ ১০, ২০২৪
রোজা মঙ্গলবার শুরু, ঘোষণা দিল যেসব দেশ

আজ রোববার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই, সিঙ্গাপুর, ফিলিপাইনের আকাশে।  

আগামী মঙ্গলবার (১২ মার্চ) থেকে সিয়াম সাধনার মাস রমজান শুরু হবে বলে ঘোষণা দিয়েছে এসব দেশ ।

 

এ ব্যাপারে ব্রুনাই বলেছে, ‘রাষ্ট্রের কোথাও চাঁদ দেখা যায়নি। আগামী মঙ্গলবার ১২ মার্চ থেকে রমজান মাস শুরু হবে। ’

অপরদিকে মালয়েশিয়া বলেছে, ‘আজ রোববার রমজানের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী মঙ্গলবার, ১২ মার্চ পবিত্র রমজান মাসের প্রথমদিন হবে। ’

সিঙ্গাপুরের গ্র্যান্ড মুফতি ঘোষণা করেছেন, দেশে রমজান শুরু হবে ১২ মার্চ। জ্যোতির্বিজ্ঞানের গণনা অনুসারে, রোববার সন্ধ্যায় সূর্য অস্ত যাওয়ার সময় অর্ধচন্দ্র দেখা স্পষ্টত দেখা যায়নি। যে কারণে ব্রুনাই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং সিঙ্গাপুর দেশগুলির সদস্যদের দ্বারা সম্মত ইমকানুর রুকিয়া (গণনা) এর মানদণ্ড পূরণ করে না৷

ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয় ১২ মার্চ রমজানের প্রথম দিন হবে ঘোষণা করেছে। কারণ দেশের পর্যবেক্ষণ পয়েন্টগুলিতে অর্ধচন্দ্র দেখা যায়নি।

ফিলিপাইনের স্থানীয় মিডিয়া জানিয়েছে, বাংসামোরো গ্র্যান্ড মুফতি বলেছেন ১০ মার্চ (রোববার) অর্ধচন্দ্রাকার চাঁদ দেখা যায়নি। ফলে পবিত্র মাসটি ১২ মার্চ শুরু হবে।

তবে যুক্তরাষ্ট্র ও উত্তর আমেরিকার অন্যান্য দেশে সোমবার থেকেই রমজান শুরু হবে বলে জানা গেছে।  

এর আগে বিশ্বের প্রথম দেশ হিসেবে আগামী ১২ মার্চ থেকে রোজা শুরু হবে বলে ঘোষণা দেয় অস্ট্রেলিয়া।

এদিকে আজ রমজানের চাঁদ দেখার প্রস্তুতি নিয়েছে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো।  

তবে আজ চাঁদ দেখা যাবে না বলে জানিয়েছে মহাকাশ গবেষণা সংস্থা আন্তর্জাতিক জোতির্বিদ্যা কেন্দ্র। পরের দিন তথা ১১ মার্চ চাঁদ দেখা যাবে এবং ১২ মার্চ থেকে রোজা রাখা শুরু করবেন বলে জানিয়েছে তারা।

সৌদি আরবের মক্কা শহরে আজ সূর্যাস্তের ১৩ মিনিট পর নতুন অর্ধচন্দ্রটি ডুবে যাবে। তখন চাঁদটির বয়স থাকবে ৬ ঘণ্টা ২২ মিনিট।  

অপরদিকে মিসরের রাজধানী কায়রোতে সূর্যাস্তের ১৪ মিনিট পর চাঁদ ডুবে যাবে। তখন চাঁদটির বয়স থাকবে ৭ ঘণ্টা ২ মিনিট।

আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের পরিচালক ইঞ্জিনিয়ার মুহাম্মদ শওকত ওদেহ বলেছেন, নতুন জন্ম হওয়া চাঁদ দেখতে হলে সূর্যাস্তের পর কমপক্ষে ২৯ মিনিট এটি আকাশে থাকতে হবে, চাঁদটির বয়স হতে হবে ১৫ ঘণ্টা ৩৩ মিনিটের বেশি এবং সূর্য ও চাঁদের মধ্যে দূরত্ব থাকতে হবে ৭ দশমিক ৬ ডিগ্রি। ১০ মার্চ এর কোনোটিরই সম্ভাবনা নেই।

সূত্র: গালফ নিউজ

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, মার্চ ১০, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।