ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ইসলাম

জুমাতুল বিদায় খুলনায় মসজিদে মুসল্লিদের ঢল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৪
জুমাতুল বিদায় খুলনায় মসজিদে মুসল্লিদের ঢল

খুলনা: রমজানের শেষ জুমা ইঙ্গিত দিচ্ছে বিদায় নিতে চলেছে রহমত, বরকত ও মাগফিরাতের মাস পবিত্র রমজান। এ মাসের শেষ জুমা অর্থাৎ জুমাতুল বিদায়ও বিশেষ গুরুত্ব বহন করে।

রমজান মাসের শেষ জুমায় সওয়াবের আশায় শুক্রবার (৫ এপ্রিল) খুলনার মসজিদগুলোতে মুসল্লিদের ঢল নেমেছে।  

জুমার নামাজের আযানের আগে থেকেই লোকজন মসজিদে আসতে শুরু করেন। নামাজের কাতার মসজিদ ছাড়িয়ে আশপাশের সড়ক পর্যন্ত বিস্তৃত হয়। জুমার খুতবায় ইমাম ও খতিবরা যাকাত ও ফিতরার ফজিলত বর্ণনা করেন। মুসলমানদের পবিত্র ঈদের দিনে করণীয় সম্পর্কে বয়ান দেন। নামাজ শেষে দেশ, জাতি ও মানুষের কল্যাণ কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।  

এছাড়া মোনাজাতে ইসরাইলের বর্বর সেনাদের হাতে নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য আল্লাহর রহমত কামনা করা হয়। সেই সঙ্গে নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করা হয়।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২৪
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।