ঢাকা, মঙ্গলবার, ১৮ আষাঢ় ১৪৩১, ০২ জুলাই ২০২৪, ২৪ জিলহজ ১৪৪৫

ইসলাম

মানুষ পাপ করার সুযোগ পায় কেন?

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, জুন ৩০, ২০২৪
মানুষ পাপ করার সুযোগ পায় কেন?

অনেক সময় বলা হয় যে—আমাদের বিশ্বাস, আল্লাহ জন্মের আগেই মানুষের ভাগ্য নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ জানেন আমরা পৃথিবীতে এসে কী করব।

তবু কেন মানুষ পাপ কাজের সুযোগ পায়?

এর জবাবে ফকিহগণ বলে থাকেন, জান্নাত ও জাহান্নামে কারা যাবে সে ব্যাপারে আল্লাহ তাআলা পূর্ণ জ্ঞাত হওয়া সত্ত্বেও পৃথিবীতে মানুষের প্রতি নির্দেশ হলো, জান্নাতি আমল করে জান্নাত লাভের চেষ্টা করা এবং জাহান্নাম থেকে মুক্তির জন্য সব পাপাচার থেকে বেঁচে থাকা।

এজন্য আল্লাহ তাআলা মানুষকে জান্নাত-জাহান্নামের কাজ বোঝার জন্য বুদ্ধি ও জ্ঞান দান করেছেন এবং কাজের ইচ্ছাশক্তিও দিয়েছেন। অতএব, মানুষের দায়িত্ব হচ্ছে শরিয়তের আদেশ-নিষেধ মেনে চলা।

সূত্র : ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ১/২৯৬; সহিহ বুখারি, হাদিস : ৪৯৪৯; উমদাতুল কারি : ২৩/১৫২; মিরকাত : ১/২৭২।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, জুন ৩০, ২০২৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।