ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

ইসলাম

বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাতে অংশ নিতে মুসল্লিদের স্রোত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৫
বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাতে অংশ নিতে মুসল্লিদের স্রোত আখেরি মোনাজাতে অংশ নিতে ভোরে ময়দানমুখী মুসল্লিরা। ছবি: বাংলানিউজ

গাজীপুর: বিশ্ব ইজতেমার প্রথম পর্বে আখেরি মোনাজাতে অংশ নিতে শীত ও নানা ভোগান্তি উপেক্ষা করে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানমুখী মুসল্লিদের ঢল নেমেছে।  

আজ রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ৯ টার দিকে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।

আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা জুবায়ের।  

আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকে ময়দানমুখী মুসল্লিদের স্রোত দেখা গেছে। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন পেশার হাজার হাজার মুসল্লি ময়দানের দিকে আসছেন।  

বিভিন্ন যানবাহন ও নৌপথে এবং পায়ে হেঁটে মুসল্লিরা আসতে দেখা গেছে। আখেরি মোনাজাতে শরিক হতে অনেকেই ময়দানের আশপাশে অলিগলি, বাড়ি ও কলকারখানার ছাদে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, ফ্লাইওভারসহ বিভিন্ন সড়ক ও খালি জায়গায় পলিথিন, পত্রিকা, পাটি ও জায়নামাজ বিছিয়ে অবস্থান নিয়েছেন।  

মুসল্লিদের পদচারণায় মুখর গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, টঙ্গী, ঘোড়াশাল ও কামারপাড়া সড়ক। সব মিলে মুসল্লিদের স্রোতে পরিণত হয়েছে বিশ্ব ইজতেমা ময়দান এলাকা। আখেরি মোনাজাতে অংশ নিতে অনেকেই রাতে  ময়দানে এসে অবস্থান নিয়েছেন। লাখ লাখ মুসল্লি  জামাতে শরিক হয়ে দোয়া চাইবেন আল্লাহর দরবারে।  

মুসল্লিদের উদ্দেশে বয়ান: গতকাল শনিবার বাদ ফজর বয়ান করেন পাকিস্তানের মাওলানা খোরশেদ।

সকাল ১০টায় খিত্তায় খিত্তায় তালিম হয়। ওলামাদের উদ্দেশে বিশেষ বয়ান করেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। মাদরাসার ছাত্রদের উদ্দেশে নামাজের মিম্বারে বয়ান করেন ভারতের মাওলানা আকবর শরিফ। বাদ জোহর বয়ান করেন ভারতের মাওলানা ইসমাঈল গোদরা এবং বাদ আসর বয়ান করেন ভারতের মাওলানা জুহায়ের।

তারপর বাদ মাগরিব বয়ান করেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা।

আজ রোববার বাদ ফজর ভারতের মাওলানা আব্দুর রহমান বয়ান করবেন বলে আয়োজক কমিটি সূত্রে জানা গেছে। এরপর হেদায়েতি বা নসিহতমূলক বয়ান করবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। সব শেষে আখেরি মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের মাওলানা জুবায়ের।

মূল বয়ানগুলো উর্দু বা হিন্দি ভাষায় হলেও বাংলা, ইংরেজি, আরবি, তামিল, মালয়, তুর্কি ও ফরাসি ভাষায় তাত্ক্ষণিক অনুবাদ করা হচ্ছে। তাঁদের মধ্যে একজন মুরব্বি মূল বয়ানকে তাত্ক্ষণিক অনুবাদ করে শোনান।

বিদেশি মুসল্লিদের অংশগ্রহণ: ইজতেমার প্রথম পর্বে গতকাল পর্যন্ত  ভারত, পাকিস্তান, কুয়েত, সৌদি আরব, আফগানিস্তান, জাপান, ওমান, কানাডা, মোজাম্বিক, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, সিঙ্গাপুর, জর্দান, যুক্তরাজ্য, ভুটান, নেপাল, মালদ্বীপ, ইরান, সৌদি আরব, কানাডা, স্পেন, ইন্দোনেশিয়া, কাতার, বাহরাইন, দুবাইসহ প্রায় অর্ধশত দেশের দুই হাজারেরও বেশি মেহমান ময়দানে হাজির হয়েছেন। এ তথ্য জানিয়েছেন শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

যৌতুকবিহীন বিয়ে: গতকাল শনিবার বাদ আসর ৬৩ জোড়া বর-কনের যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়েছে। বিয়ে পড়ান ভারতের মাওলানা জুহায়েরুল হাসান। ইজতেমার আয়োজক কমিটির সদস্য ও মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শুরায়ি নেজাম অনুসারীর মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, গত ৩১ জানুয়ারি আমবয়ানে শুরু হয় ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা। আজ সকাল ৯ টার দিকে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্ব। এ পর্বে আয়োজন ও অংশগ্রহণ করেন শুরায়ি নেজাম অনুসারী মুসল্লিরা। আবার ৩ ফেব্রুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা। একইভাবে আগামী ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এরপর আগামী ১৪ ফেব্রুয়ারি শুরু হবে মাওলানা সাদ অনুসারীদের ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। পরে ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ৫৮তম বিশ্ব ইজতেমার তৃতীয় ও শেষ পর্ব।   

বাংলাদেশ সময়: ০৭২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৫
আরএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।