গাজীপুর: টঙ্গীর তুরাগ তীরে তাবলীগ জামাতের লাখ লাখ মুসল্লির অংশগ্রহণে আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বাদ জোহর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা।
মাওলানা জুবায়ের অনুসারীর মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বে শুরায়ী নেজাম (মাওলানা জুবায়ের) অনুসারীর মুসল্লিরা ৫৮তম বিশ্ব ইজতেমায় অংশ নিয়েছেন।
বাদ আসর বয়ান করেন বাংলাদেশের মাওলানা রবিউল হক। এরপর বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা আহমেদ লাট। আগামী ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।
জানা গেছে, বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বেও অংশ নিয়েছেন দেশ-বিদেশের কয়েক লাখ মুসল্লি। এ বছর প্রথমবারের মতো তিন পর্বের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়েছে। এর আগে প্রতিবছর দুই পর্বে অনুষ্ঠিত হতো বিশ্ব ইজতেমা। তাবলীগ জামাতের দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্বের কারণে এ বছরই প্রথম তিন পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়েছে। এ বছর প্রথম ও দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নিয়েছেন শুরায়ী নেজাম (মাওলানা জুবায়ের) অনুসারীরা।
এরপর আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বিশ্ব ইজতেমার তৃতীয় পর্ব। ওই পড়বে অংশ নেবেন মাওলানা সাদ অনুসারীর মুসল্লিরা। পরে ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের ৫৮তম বিশ্ব ইজতেমা।
বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২৫
আরএস/আরবি