ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

ইসলাম

বিশ্ব ইজতেমা

চলছে হেদায়াতি বয়ান, আখেরি মোনাজাত দুপুরে 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৫
চলছে হেদায়াতি বয়ান, আখেরি মোনাজাত দুপুরে  বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে চলছে হেদায়েতি বয়ান

গাজীপুর: তাবলিগ জামাত আয়োজিত ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে চলছে হেদায়েতি বয়ান।  

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে হেদায়াতি বয়ান শুরু করেন ভারতের মাওলানা আব্দুর রহমান।

সঙ্গে সঙ্গে এর তরজমা করছেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন।  

তাবলিগ জামাত শুরায়ি নেজাম অনুসারী মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, হেদায়াতি বয়ানের পর নসিয়তমূলক বক্তব্য পেশ করবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেউলা। এরপর অনুবাদ করবেন মাওলানা জুবায়ের। পরে আনুমানিক দুপুর ১২টার দিকে আখেরি মোনাজাত শুরু হবে। ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বেও আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা জুবায়ের। এবার ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম ও দ্বিতীয় পর্ব আয়োজন ও অংশগ্রহণ করেন শুরাযয়ি নেজাম অনুসারী মুসল্লিরা।  

গত ৩১ জানুয়ারি শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এবার বিশ্ব ইজতেমার প্রথম এবং দ্বিতীয় পর্ব পরিচালনা এবং অংশগ্রহণ করবেন শুরায়ি নেজাম অনুসারীর মুসল্লিরা। ২ ফেব্রুয়ারি সকাল ৯টা ১১ মিনিটে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর ৩ ফেব্রুয়ারি বাদ জোহর আমবয়ানে শুরু হয় দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে শুরায়ি নেজাম অনুসারীদের ৫৮তম বিশ্ব ইজতেমা।  

প্রথম পর্বে তাবলিগ জামায়াতের মুসল্লিদের সঙ্গে আখেরি মোনাজাতে আনুমানিক ৪০ লাখ মুসল্লি অংশগ্রহণ করেন।  

এরপর আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বিশ্ব ইজতেমার তৃতীয় পর্ব। ওই পড়বে অংশ নেবেন মাওলানা সাদ অনুসারী মুসল্লিরা। পরে ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের ৫৮তম বিশ্ব ইজতেমা।  

এবারের ইজতেমার প্রথম ও দ্বিতীয় পর্বে অংশ নিয়ে এ পর্যন্ত ৯ জন মুসল্লির মৃত্যু হয়েছে।  

আরও পড়ুন>>আখেরি মোনাজাত: টঙ্গীর পথে পথে মুসল্লিদের স্রোত

বাংলাদেশ সময়: ১০১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৫
আরএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।