ঢাকা, শনিবার, ১৬ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

ইসলাম

সৌদিতে চাঁদ দেখা গেছে, প্রথম রোজা শনিবার

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
সৌদিতে চাঁদ দেখা গেছে, প্রথম রোজা শনিবার

সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী দেশটিতে শনিবার (১ মার্চ) হবে রমজানের প্রথম দিন।

সৌদির মুসলিম নাগরিকেরা এদিন প্রথম রোজা পালন করবেন। খবর গালফ নিউজের।

হারামাইনের এক্স হ্যান্ডলে এক পোস্টে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সৌদি আরবের আকাশে চাঁদ দেখা গেছে। ১৪৪৬ হিজরি সনের রমজান মাস আজ রাত থেকে শুরু হবে।

পোস্টে আরও বলা হয়, আল্লাহ আমাদের সিয়াম, কিয়াম ও ইবাদত কবুল করুন এবং এই পবিত্র মাসের মূল্যবান সময়কে তার সন্তুষ্টির জন্য কাজে লাগানোর ক্ষমতা দিন। আমিন।

এদিকে ওমানের চাঁদ দেখা কমিটি সেদেশে চাঁদ দেখার খবর জানিয়েছে। দেশটিতেও ১ মার্চ অর্থাৎ শনিবার থেকে রোজা শুরু হচ্ছে।  
 
জাপানও রমজান শুরুর দিন ঘোষণা করেছে। দেশটিতে রোববার অর্থাৎ ২ মার্চ পবিত্র রমজান মাস শুরু হবে। শুক্রবার জাপানে চাঁদ দেখা যায়নি। ফিলিপাইন ও মালয়েশিয়াতেও রোববার থেকে রোজা শুরু হবে।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।