ঢাকা, মঙ্গলবার, ১১ চৈত্র ১৪৩১, ২৫ মার্চ ২০২৫, ২৪ রমজান ১৪৪৬

ইসলাম

রোজাদারকে পানি পান করানোতেও পূর্ণ রোজার সওয়াব

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৫
রোজাদারকে পানি পান করানোতেও পূর্ণ রোজার সওয়াব

রোজা মুসলমানদের জন্য তাকওয়া অর্জন করার বড় উপলক্ষ। আল্লাহ রাব্বুল আল-আমিন বলেন, ‘তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমনটা করা হয়েছিল পূর্ববর্তী উম্মতদের ওপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকিন হতে পারো।

’ 

রমজানুল মোবারক শেষ হয় ইফতারের মাধ্যমে। ইফতারের অনেক ফজিলত রয়েছে। প্রিয়নবী মুহাম্মদ (সা.) বলেন, ‘তারা ইফতার করবে, অহেতুক দেরি করবে না। ’ (তার মানে এ নয় যে, সূর্য অস্ত যাওয়ার আগে ইফতার করা। )

ইফতারের অনেক ফজিলত রয়েছে। আল্লাহ তায়ালা বান্দার দোয়া কবুল করেন ইফতারের সময়। সেজন্য বেশি বেশি দোয়া করা উচিত। রাসুলুল্লাহ (সা.) যেসব দোয়া শিখিয়েছেন, সেসব দোয়া পড়া উচিত। ইফতার করা সুন্নত। অন্যকে ইফতার করানোর অনেক বড় ফজিলত রয়েছে।

হযরত মুহাম্মদ (সা.) বলেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করালো, সে একটি রোজার সওয়াব পাবে এবং রোজাদারের সওয়াবের কোনো কমতি হবে না। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসুল, আমাদের কী আছে যে একজনকে পরিতৃপ্ত করে ইফতার করাবো! রাসুলুল্লাহ (সা.) বলেন, পরিতৃপ্ত করে ইফতার করানো জরুরি নয়। তুমি যদি এক ঢোক পানিও পান করাতে পারো, তাহলে তুমি ইফতার করানোর পূর্ণ সওয়াব পাবে।  

এ জন্য রোজাদারদের ইফতার করানো উচিত। কিন্তু বর্তমানে লোক দেখানোর জন্য ইফতার করানো হয়। এ থেকে আমাদের বিরত থাকা উচিত। আমাদের এমন ইফতারের আয়োজন করা উচিত, যেখানে সত্যিকারের রোজাদাররাই অংশ নেন।  

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।