মিয়ানমারের কারাগারে নেত্রী অং সান সু চির শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন তার ছেলে কিম আরিস।
তিনি জানিয়েছেন, ৮০ বছর বয়সী সু চি গুরুতর অসুস্থ।
লন্ডন থেকে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে আরিস বলেন, সঠিক ডাক্তারি পরীক্ষা ছাড়া তার হৃৎপিণ্ডের অবস্থা বোঝার কোনো উপায় নেই। আমি ভীষণ উদ্বিগ্ন। এমনকি তার জীবিত থাকার বিষয়টি যাচাই করারও কোনো উপায় নেই।
সু চির ছেলে আরিস মিয়ানমারের সেনা সরকারকে আহ্বান জানিয়েছেন, তার মাকে অবিলম্বে যথাযথ চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করতে হবে। বিশেষ করে বাইরের কোনো অভিজ্ঞ হৃদরোগ বিশেষজ্ঞকে দেখা করার সুযোগ দেওয়ার অনুরোধ জানান তিনি।
২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর থেকে সু চি একাকী কারাবন্দি জীবন কাটাচ্ছেন। রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগে তাকে মোট ৩৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মায়ের জীবন সংকটের কথা তুলে ধরে কিম আরিস আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন দ্রুত হস্তক্ষেপ করতে এবং সু চির মুক্তি নিশ্চিত করতে।
একইসঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাও সু চির কারাবন্দি অবস্থার অমানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে।
এএটি