ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

পার্বতীপুরে ৩ দিনব্যাপী মিনি ইজতেমা শুরু

পার্বতীপুর করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫
পার্বতীপুরে ৩ দিনব্যাপী মিনি ইজতেমা শুরু বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পার্বতীপুর(দিনাজপুর): দিনাজপুরের পার্বতীপুর ডিগ্রি কলেজ মাঠে তাবলিগ জামাতের ৩ দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) সকালে ফজর নামাজের পরপরই মাওলানা শফিকুল ইসলামের বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

শনিবার (১৪ ফেব্রুয়ারী) জোহরের নামাজের আগে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই ইজতেমার সমাপ্তি হবে।

ইজতেমায় দিনাজপুরসহ আশপাশের জেলার হাজার হাজার ধর্মপ্রাণ সাধারণ মুসলমান‍ তাবলিগের সাথীরা অংশ নিয়েছেন।

পার্বতীপুর ইজতেমা তদারকির জন্য গঠিত ১৩ সদস্য বিশিষ্ট জামাতের (দল) আমির অধ্যাপক শাহ্জাহান কবির বৃহস্পতিবার দুপুরে বাংলানিউজকে জানান- ফজর বাদ আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। শনিবার জোহরের নামাজের আগে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।

তিন দিনব্যাপী ইজতেমায় ঢাকা কাকরাইল থেকে আগত তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা রবিউল হক, মাওলানা আবদুল মতিন, ইঞ্জিনিয়ার আনিছুর রহমান, মুফতি উছামা প্রমুখ মূল্যবান দীনি বয়ান করবেন বলে তিনি জানান।

পার্বতীপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান- ইজতেমা মাঠে সার্বক্ষণিক পুলিশ পাহারার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বাংলাদশে সময়: ১৫৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।