নতুন একটি কোরআন গবেষণা ও প্রশিক্ষক কেন্দ্র নির্মাণের অনুমোদন দিয়েছে বাহরাইন সরকার।
সম্প্রতি Daily News ওয়েব সাইটে এমনই একটি খবর প্রকাশিত হয়েছে।
বাহরাইনের সুপ্রিম ইসলামি কাউন্সিলের তত্ত্বাবধানে থাকবে এ কেন্দ্রের যাবতীয় কর্মকাণ্ড।
কোরআন বিষয়ক বিভিন্ন গবেষণা থেকে শুরু করে বিজ্ঞান চর্চা বিষয়ক এ কেন্দ্রে বাহরাইন এবং অন্যান্য দেশের ছাত্রদেরকে কোরআন বিষয়ক বিভিন্ন শিক্ষা প্রদান করা হবে। প্রশিক্ষকের দায়িত্বে থাকবেন পবিত্র কোরআনে কারিমের বিষয়ে অভিজ্ঞ শিক্ষকবৃন্দ ও বিশেষজ্ঞরা।
এ কর্মসূচি বাস্তবায়নকারীদের অন্যতম ঈসা আল হামদি এ সম্পর্কে গণমাধ্যমকে বলেন, কেন্দ্রটি হবে কোরআন বিষয়ে এ অঞ্চলের সবচেয়ে প্রফেশনাল একটি কেন্দ্র।
তিনি আরও বলেন, কোরআন বিষয়ক বিভিন্ন বিভাগের মান উন্নয়নের লক্ষ্যে এ কেন্দ্রটি প্রতিষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘন্টা, মার্চ ২৩, ২০১৫