সমাজে বহুল প্রচলিত একটি শব্দ হলো দাইয়ুছ। সাধারণত কারও প্রতি প্রবল ঘৃণা প্রকাশের নিমিত্তে দাইয়ুছ শব্দটি একটি গালি হিসেবে ব্যবহার করা হলেও শব্দটি হাদিস শরিফে এসেছে।
এ সম্পর্কিত বর্ণিত একটি হাদিস হলো- হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, হজরত রাসূলুল্লাহ (সা.) বলেন, তিন ব্যক্তির ওপর আল্লাহতায়ালা জান্নাতকে হারাম করেছেন। ১. মদে অভ্যস্ত ব্যক্তি, ২. পিতা-মাতার অবাধ্য সন্তান এবং ৩. দাইয়ুছ- যে তার পরিবার বা স্ত্রীর পাপাচারকে সমর্থন করে।
বাংলাদেশ সময়: ২০৪২ ঘন্টা, আগস্ট ১২, ২০১৫
এমএ/