ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

আজানে কথা পাল্টে মিশরের মুয়াজ্জিনের সাজা

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
আজানে কথা পাল্টে মিশরের মুয়াজ্জিনের সাজা

মিশরের একটি মসজিদের মুয়াজ্জিনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। কারণ তিনি আজানকে ‘যুগোপযোগী’ করার অপচেষ্টা করেছিলেন।

আজানের নির্দিষ্ট বাক্যে তিনি মর্জিমতো পরিবর্তন করে এই শাস্তির মুখোমুখি হচ্ছেন। খবর বিবিসির।

অভিযোগে বলা হয়, মাহমুদ আল মোগাজি নামের ওই মুয়াজ্জিন ফজরের নামাজের আজান দেওয়ার সময় ‘আস সালাতু খাইরুম মিনান নাউম অর্থাৎ ঘুমানোর চেয়ে নামাজ উত্তম’ বলার বদলে শব্দের পরিবর্তন করে তিনি বলেন, ‘আস সালাতু খাইরুম মিনাল ফেসবুক অর্থাৎ ফেসবুকে সময় কাটানোর চেয়ে নামাজ উত্তম। ’

নীলনদের অববাহিকায় কাফর আল দাওয়ার নামে এক শহরের মসজিদে এ ঘটনা ঘটে।

জানা গেছে ‘ফেসবুকে সময় কাটানোর চেয়ে নামাজ উত্তম’ - মসজিদ থেকে এই অভিনব শব্দ সম্বলিত আজান শুনতে পেয়ে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং ওই মুয়াজ্জিনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

অভিযোগ দায়েরের পর মুয়াজ্জিন আল মোগাজিকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

মিশরের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় তার বিরুদ্ধে ‘আজানের ভাষায় পরিবর্তনের অভিযোগে’ আইনী ব্যবস্থা নিচ্ছে।

তবে মুয়াজ্জিন আল মোগাজি এর প্রতিবাদ করছেন। তিনি স্থানীয় এক টিভির চ্যাট-শো অনুষ্ঠানে উপস্থিত হয়ে বলেন, তিনি এর প্রতিবাদে অনশন ধর্মঘট করছেন।

অভিযুক্ত মুয়াজ্জিন বলেছেন, তিনি রাষ্ট্রপতি আবদুল ফাত্তাহ আল সিসির কাছেও আবেদন জানাচ্ছেন যেন তাকে এ অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়।

তবে বিষয়টি ইচ্ছাকৃত না ভুলে হয়েছে সে বিষয়ে ওই মুয়াজ্জিন কিছু বলেননি।

মজার বিষয় হলো, ওই মুয়াজ্জিনের ফেসবুকে কোনো একাউন্ট নেই।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘন্টা, আগস্ট ৩১, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।