পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন মক্কায় অবস্থান করছেন বিশ্বের নানা প্রান্তের মানুষ। লোক সমাগমের এই সুযোগে আগতদের মাঝে ভুল ও বিকৃত কোরআনের কপি বিতরণের চেষ্টা করা হয়েছিল।
আল অারাবিয়া নিউজ জানায়, একটি ট্রাকযোগে কোরআনের ওই নকল কপিগুলো হাজিদের মাঝে বিলি করার জন্য নেওয়া হচ্ছিল। তখন নিরাপত্তাকর্মীরা ট্রাকটি থামিয়ে সেগুলো জব্দ করে।
মক্কা শহরের আল জামুম এলাকায় ওই ট্রাকটিকে থামানো হয়। পরে তল্লাশি চালিয়ে জব্দ করা হয় কোরআনের ৭০ হাজার নকল কপি।
আল জামুম হচ্ছে মক্কায় প্রবেশের গেটওয়ে। এখানেই হজের বড় আনুষ্ঠানিকতা হয়ে থাকে। তবে জব্দ করা কোরআন সম্পর্কে বিস্তারিত আর কিছুই জানানো হয়নি আল অারাবিয়ার সংবাদে।
বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
এমএ/