ঢাকা: শয়তানের উদ্দেশ্যে পাথর ছুঁড়তে মিনার পথে রয়েছেন হাজিরা। মিনায় ফিরে তারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পশু কোরবানি করবেন।
এদিন সূর্য পশ্চিম দিকে হেলে পড়ার পর (জোহরের নামাজের পর) হাজিরা বড় জামারাতে (প্রতীকী শয়তান) প্রত্যেকে সাতটি করে পাথর নিক্ষেপ করবেন।
এভাবে পরপর তিনদিন তিন জামারাতে পাথর নিক্ষেপ শেষে মক্কায় ফিরবেন। কাবা শরিফে বিদায়ী তাওয়াফ করে হজের পূর্ণ আনুষ্ঠানিকতা শেষ হবে।
এর আগে তারা মুজদালিফায় খোলা আকাশের নিচে রাত্রিযাপন করেন। সেখানে এক আজানে মাগরিব ও এশার নামাজ আদায় করেন হাজিরা।
সংশ্লিষ্ট সূত্রমতে, এ বছর ২০ লাখের বেশি মুসল্লি হজ পালন করছেন। এর মধ্যে বাংলাদেশি রয়েছেন এক লাখ ৬ হাজার ৬৫৭ জন (বর্ধিত কোটাসহ)।
মক্কা সম্প্রসারণ কাজের জন্য এবছর হজ যাত্রীর সংখ্যা সীমিত করেছে সৌদি হজ মন্ত্রণালয়। আনুপাতিক হারে বহির্বিশ্বে মোট হজ যাত্রীর ২০ শতাংশ এবং সৌদি আরবের অভ্যন্তরীণ ৫০ শতাংশ কম হজ যাত্রীর অনুমোদন দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মক্কার এ সম্প্রসারণ কাজ শেষ হতে সময় লাগবে আরও তিন বছর।
বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
জেডএস/জেডএম