ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

ইসলাম

আরবিতে অনূদিত হলো জার্মান সংবিধান

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
আরবিতে অনূদিত হলো জার্মান সংবিধান

জার্মান সরকার বিদ্যমান সংবিধানের ২০ টি অনুচ্ছেদ আরবিতে ভাষান্তর করে শরণার্থীদের নিবন্ধন কেন্দ্রে বিতরণ করছে। জার্মানিতে আশ্রয় নেওয়া ৫ লাখ শরণার্থীকে সমাজের মূলধারায় একীভূতকরণের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির রাজনীতিকরা।

খবর আল জাজিরার।

আরবি ভাষায় অনূদিত জার্মান সংবিধানের  ১০ হাজার কপি শরণার্থী নিবন্ধন কেন্দ্রে বিতরণ করা হবে।    

দারিদ্র্য ও সহিংসতা থেকে বাঁচতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে এসব শরণার্থী এসেছেন।

জার্মান ভাইস চ্যান্সেলর সিগমার গ্যাব্রিয়েল বলেছেন, জার্মান ভাষা ও সংস্কৃতি সম্পর্কে সামান্য জানা অথবা একেবারেই অজ্ঞ এসব শরণার্থীদের কিভাবে সমাজে একীভূত করা হবে সেটা নিয়ে দেশটির রাজনীতিকরা উদ্বিগ্ন।

গ্যাব্রিয়েল বলেন, কাউকেই তার ধর্ম বা ব্যক্তিগত জীবন পরিবর্তন করতে বলা হবে না। তবে নবাগতদের জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধ- যেমন রাষ্ট্র ও গির্জাকে আলাদা রাখা (ধর্মনিরপেক্ষতা), জেন্ডার সমতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং বর্ণবাদী বিষয়গুলোতে সম্মান প্রদর্শন করতে হবে। আর এটা তাদের জানাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।



বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।